Narendra Modi: 'কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি', মন্তব্য মোদির। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: '১০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলাম না খাবো, না খেতে দেব', 'কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি', 'এবার আমার গ্যারান্টি যে খাবে, সেটা বাইরে বার করব', 'যা লুঠ করা হয়েছে, সেটা কীকরে ফেরত দিতে হবে, তার জন্য আইনি ব্যবস্থা করছি', 'প্রায় ১৭০০০ কোটি টাকা মানুষের থেকে লুঠ করা হয়েছে, তা মানুষের কাছে ফেরত দিয়ে দেওয়া হয়েছে', অশোকনগরের সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর। পাশাপাশি, 'আদালতের নির্দেশের পর মুখ্যমন্ত্রী বিচারপতি, বিচারব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলেছেন', 'এবার বিচারপতিদের পিছনে নিজেদের গুন্ডাদের ছেড়ে দেবেন নাকি ?','দেশ দেখছে বাংলায় তৃণমূল কংগ্রেস কীভাবে বিচারব্যবস্থার গলা চেপে ধরছে', আক্রমণ নরেন্দ্র মোদির। অন্যদিকে, 'তৃণমূল কংগ্রেসের এমএলএ বলেছে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে', 'বলেছিলাম তৃণমূল কংগ্রেস নিজেদের ভুল স্বীকার করে নিক', 'কিন্তু তৃণমূল সাধু-সন্তদের গালাগাল দিচ্ছে', 'রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভারত সেবাশ্রমের সাধু-সন্তদের অপমান করছে তৃণমূল কংগ্রেস', 'নিজেদের ভোটব্যাঙ্কের জন্য সব কাজ করছে তৃণমূল কংগ্রেস'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram