Partha Bhowmik: নদী বাঁধ পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক
ABP Ananda Live: নদী বাঁধ পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। আজ বেলা দুটো নাগাদ সন্দেশখালির ন্যাজাটে় বিদ্যাধরী নদী বাঁধে ভাঙন দেখতে যান পার্থ ভৌমিক। নদীপথে নৌকো করে তিনি নদী বাঁধ ভাঙন পরিদর্শন করেন। এখানে প্রায় আড়াই কিলোমিটার বাঁধ ভেঙে গ্রামবাসীরা বাড়ি ছাড়া হয়েছেন। আর সেখানেই মন্ত্রী পৌঁছাতেই মহিলারা ক্ষোভ উগড়ে দেন।
অন্যদিকে, শেষদফা ভোটের আগে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজেপি ও সিপিএমের যোগসাজশের অভিযোগ তৃণমূল নেত্রীর। 'দমদমে বিজেপির ভোট সিপিএমে দেওয়ার চক্রান্ত হয়েছে'।'বরানগর উপনির্বাচনে সিপিএমের ভোট যাবে বিজেপিতে'।বারুইপুরের সভা থেকে অভিযোগ তৃণমূল নেত্রীর। আরও কী কী বলেছেন তিনি? জেনে নিন এই ভিডিওতে।
Tags :
Partha Bhowmik Lok Sabha Elections 2024 Lok Sabha Polls 2024 Lok Sabha Election 2024 Date Lok Sabha Election 2024 Schedule India General Election India General Election Schedule Lok Sabha Elections Result 2024 Lok Sabha Polls 2024 Date Remal Cyclone Broken Dm