Lok Sabha Elections 2024: মথুরাপুরের BJP প্রার্থীর রোড শো মন্দিরবাজারে আটকাল পুলিশ!এখন কী পরিস্থিতি?
Lok Sabha Elections 2024: মথুরাপুরের বিজেপি প্রার্থী রোড শো মন্দিরবাজারে আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন অশোক পুরকাইত। অনুমতি না থাকায় মিছিলের দিক পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে, দাবি পুলিশের৷
অন্য়দিকে, শেষ দফা ভোটের প্রচারের শেষ দিনে কলকাতা দক্ষিণ লোকসভার প্রার্থী মালা রায় ও যাদবপুর লোকসভার প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে আজ দক্ষিণ কলকাতাজুড়ে মেগা র্যালি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় জমায়েত। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হবে যাদবপুরের সুকান্ত সেতু থেকে। যাদবপুর থানার সামনে দিয়ে, গোলপার্ক, গড়িয়াহাট ছুঁয়ে, বালিগঞ্জ ফাঁড়ি ধরে ল্যান্সডাউন, পদ্মপুকুর, ভবানীপুরে যদুবাবুর বাজার হয়ে হরিশ মুখার্জি রোড ধরে গিয়ে আলিপুরে গোপালনগর মোড়ে শেষ হবে মমতার পদযাত্রা। জেনে নিন আরও খবর।
Tags :
Lok Sabha Elections 2024 Lok Sabha Polls 2024 Elections 2024 Lok Sabha Election 2024 Date Lok Sabha Election 2024 Schedule India General Election India General Election Schedule Lok Sabha Elections Result 2024 Lok Sabha Polls 2024 Date Lok Sabha Polls Result 2024 Date