Lok Sabha Elections 2024: ১ দশক পর রাহুল গাঁধী কি হতে চলেছেন বিরোধী দলনেতা? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: ১ দশক পর বিরোধী দলনেতা পাচ্ছে দেশ। রাহুল গাঁধী কি হতে চলেছেন বিরোধী দলনেতা? জোর জল্পনা কংগ্রেসে। শীঘ্রই সিদ্ধান্ত নেবে কংগ্রেসের সংসদীয় কমিটি। ২০১৪ সালে মাত্র ৪৪টি আসন পেয়েছিল কংগ্রেস। ২০১৯-এর ভোটে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৫২। লোকসভার মোট আসনের ১০% না পাওয়ায় বিরোধী দলনেতার মর্যাদা পায়নি কংগ্রেস।

অন্য়দিকে, ১০ বছর পর আরও একটা জোট সরকার গঠনের দোরগোড়ায় দেশ। প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে শরিকদের মুখাপেক্ষী মোদি। নীতীশ-নায়ডুর সমর্থনে গঠিত হতে চলেছে তৃতীয় মোদি সরকার। সুযোগ বুঝে দর বাড়াতে মরিয়া শরিকরা। 'স্পিকারের পদ সহ কমপক্ষে ৬টি মন্ত্রক দাবি করেছেন চন্দ্রবাবু'। তালিকায় রয়েছে অর্থ, গ্রামোন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি: সূত্র। অন্তত ৩টি পূর্ণ মন্ত্রীর পদ ও বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দাবি নীতীশের: সূত্র। জিতনরাম মাজির 'হাম' একটি ক্য়াবিনেট মন্ত্রক চেয়েছে: সূত্র। চিরাগ পাসোয়ানও একটি ক্য়াবিনেট মন্ত্রকের পাশাপাশি চেয়েছেন ২জন প্রতিমন্ত্রীর পদ: সূত্র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram