Lok Sabha Election: নিজের পরাজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অধীরের
ABP Ananda Live: ডবল হ্যাটট্রিকের আগেই থেমেছে বিজয়রথ। তৃণমূলের নবাগত ইউসুফ পাঠানের কাছে হারতে হয়েছে ৫ বারের সাংসদকে। বহরমপুরে নিজের পরাজয়ের জন্য এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অধীর চৌধুরী। টানলেন রামনবমীর বিকেলে মুর্শিবাদের শক্তিপুর বাজারে সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ। নাচতে না জানলে উঠোন বাঁকা, কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম।
লোকসভা ভোটের আগে যখন তৃণমূলনেত্রী সম্পর্কে নরম মনোভাব নিয়ে চলেছে কংগ্রেস হাইকমান্ড, তখনও তিনি চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে গেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। এবং শেষ অবধি তৃণমূল নয়, সিপিএমের সঙ্গে জোট বেঁধে লোকসভা ভোটে লড়েছেন। পাল্টা তাঁকে হারানোর জন্য মরিয়া চেষ্টা করেছেন তৃণমূলনেত্রী ও তাঁর সেনাপতি। শেষ পর্যন্ত ভোটের ফলে ডাবল হ্য়াটট্রিকের দোরগোড়ায় থেমে গেছে অধীর চৌধুরীর বিজয়রথ।
রাজনীতিতে নবাগত তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হারতে হয়েছে ৫ বারের সাংসদ অধীর চৌধুরীকে। এখন যখন INDIA জোটের শরিকরা বৈঠকে বসছেন...
একই টেবলে রাহুল গান্ধীর সঙ্গে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...তখনও, রাজ্যে তৃণমূল বিরোধিতার অবস্থানে তাঁর যে একবিন্দু পরিবর্তন হয়নি ফের স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।