Lok Sabha Elections 2024 Result: আসানসোলে বিজেপির সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়াকে গো ব্যাক স্লোগান TMC-র
ABP Ananda Live: আসানসোলে পিছিয়ে বিজেপি, গণনা কেন্দ্রে সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়াকে গো ব্যাক স্লোগান তৃণমূলের! জয় বাংলা স্লোগান শুনে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী।
উল্লেখ্য়, বিজেপি এগিয়ে ১২টি আসনে। তৃণমূল এগিয়ে ২৯টি আসনে। কংগ্রেস এগিয়ে ১টি আসনে, হাতখালি বামেদের। দার্জিলিংয়ে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্ত। জলপাইগুড়িতে ৪৬ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। বালুরঘাটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থীর থেকে সুকান্ত মজুমদার এগিয়ে ৫৭০০ ভোটে । রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল। কোচবিহারে পিছিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া। বোলপুরে ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল। বীরভূমে ৭১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বসিরহাটে ১ লক্ষ ৫৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল। সন্দেশখালি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে তৃণমূল। দমদমে এগিয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায়। বনগাঁয় ৪১ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বারাসাতে ৪৩ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। দমদমে ১৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূলের সৌগত রায়।