Lok Sabha Elections 2024 Result: 'দেশের গরিব মানুষই সংবিধানকে বাঁচালেন' দেশবাসীকে ধন্যবাদ রাহুল গাঁধীর

Continues below advertisement

ABP Ananda Live: সমস্ত বুথফেরত সমীক্ষা যখন বিজেপি-র ৪০০ পারের ইঙ্গিত দিচ্ছে, সেই সময়ও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। জানিয়েছিলেন নরেন্দ্র মোদির কাল্পনিক সমীক্ষা ধোপে টিকবে না। মঙ্গলবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর রাহুল গাঁধীর (Rahul Gandhi) সেই দাবিই সত্য প্রমাণিত হয়েছে। তাই নির্বাচনী ফলঘোষণার পর দেশবাসীকে ধন্যবাদ জানালেন রাহুল। (Lok Sabha Elections 2024)

মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন রাহুল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, মা সনিয়া গাঁধী, বোন প্রিয়ঙ্কা গাঁধী এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন। হাতে সংবিধান নিয়ে সেখানেই দেশবাসীর কৃতজ্ঞতা স্বীকার করেন রাহুল। বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাতে দেশের দরিদ্র মানুষেরসবচেয়ে বড় অবদান রয়েছে বলে জানান তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram