Lok Sabha Elections 2024 Result: শেষপর্যন্ত মুখ রক্ষা হলো সিপিএম-এর? ABP Ananda Live
Continues below advertisement
ABP Ananda Live: শেষপর্যন্ত মুখ রক্ষা হলো সিপিএম- এর। জাতীয় দলের মর্যাদা বজায় রইল রাজস্থানের সিকার লোকসভা আসনের দৌলতে। এই আসনটি জিতে সিপিএম ধরে রাখতে পারল দলের নির্বাচনী প্রতীক তারা-হাতুড়ি-কাস্তে। গত ১৫ বছর ধরেই দেশে অস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে বাম রাজনীতির পরিসর।
এক সময়ের দেশের দ্বিতীয় বৃহত্তম দল সিপিআই যখন জাতীয় পার্টির মর্যাদা খোয়ায়, তখনই আতঙ্ক ছড়ায় সিপিএম-এর অন্দরমহলে। এবার কি তাহলে তাদের পালা? কারণ, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া শর্ত পূরণ করতে পারছিল না তারাও।
জাতীয় দলের মর্যাদা পেতে হলে কমিশনের দু'টি শর্তের অন্তত একটি পূরণ করতে হয়। প্রথমত, কোনও রাজনৈতিক দলকে লোকসভার অন্তত দুই শতাংশ আসন পেতে হবে। সেই ক্ষেত্রে দলকে পেতে হবে ন্যূনতম এগারোটি লোকসভা আসন।
Continues below advertisement
Tags :
CPM Lok Sabha Elections 2024 Lok Sabha Polls 2024 India General Election Lok Sabha Elections Result 2024 Lok Sabha Polls 2024 Date Lok Sabha ELection 2024 Elections 2024 Lok Sabha Elections 2024 Result Lok Sabha Polls Result 2024