Debangshu Bhattacharya: 'তমলুকের জন্য ১০১ শতাংশ পরিশ্রম করেছি',বিস্ফোরক পোস্ট দেবাংশুর। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: তৃণমূলনেত্রীর কড়া বার্তার পর বিস্ফোরক পোস্ট দেবাংশুর, 'তমলুকের জন্য ১০১ শতাংশ পরিশ্রম করেছি', 'সকাল ৮ থেকে দুপুর ১ পর্যন্ত প্রচার করতাম, তারপর দুপুর ৩টেয় বেরিয়ে যেতাম', 'রাত পর্যন্ত মিটিং, মিছিল, প্রচার করেছি', 'বিরোধী প্রার্থী আধবেলা প্রচার না করেও জিতে গেছেন', 'আমি পাগলের মতো বুথে বুথে ঘুরেও জিততে পারিনি', 'নির্বাচনী ক্ষেত্রে নেমে সাংগঠনিক পরিস্থিতি দেখে চমকে গিয়েছিলাম', 'মনে হয়েছিল হঠাৎ অগ্নিকুণ্ডে এসে পড়েছি', 'অনেক অভিজ্ঞতা হয়েছে, আড়াই মাস প্রচুর ভিড়মি খেয়েছি', 'প্রকাশ্যে সবটা লিখতে বা বলতে চাই না', 'মার্চে ওজন ছিল ৮৩ কেজি, আজ হয়েছে ৭৭ কেজি', 'আগামী দিনে এই রাজনৈতিক নদী পথ কোন মোহনায় নিয়ে গিয়ে ফেলবে জানি না', 'শুধু জানি, আমার নৌকা খোয়া গেছে, কেবল নিজেকে ভাসিয়ে, বাঁচিয়ে রেখেছি....' ,ফেসবুক পোস্ট তমলুকের পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর। 



Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram