Mamata Banerjee: কংগ্রেসকে নিশানা করে কী বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? ABP Ananda Live

ABP Ananda Live: I.N.D.I.A জোটের অন্যতম শরিক তিনি। জোটের নামকরণও করেছিলেন তিনি। অথচ তাঁর সঙ্গে যে জোটের বৃহত্তম শরিক কংগ্রেসের দূরত্ব রয়েছে, এবং তিনি যে নিজের অবস্থান বদল করবেন না, লোকসভা নির্বাচনে বাংলায় অপ্রত্যাশিত ভাল ফল করার দিনও তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলায় যে একাধিপত্য দেখাবে তৃণমূল কংগ্রেস, তা নিশ্চিত হয়ে যেতেই মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তিনি বলেন, 'বাংলার সকল মা মাটি মানুষকে অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ, সলাম, নমস্তে, নমস্কারম। গত ২ মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন। সাংবাদিকদেরও তাই অভিনন্দন জানাই। এখনও ৪-৫টি জায়গায় বিজেপি পর্যবেক্ষক জেতার পরেও আমাদের সার্টিফিকেট আটকে রেখে দিয়েছে। কাঁথিতে সার্টিফিকেট আটকে রেখেছে।' যোগ করেন, 'ভারতের জনগণ নরেন্দ্র মোদিকে একক সংখ্যাগরিষ্ঠতা দেননি। বাংলার মানুষকে ধন্যবাদ। আমাদের ভোটের সংখ্যা বেড়েছে। যে কটা আসনে হেরেছি, ৫-৭ হাজার ব্যবধানে হারানো হয়েছে। দরকার হলে কোনও কোনও আসনে পুনর্গণনা করা হবে। পুরো কেন্দ্রীয় বাহিনি এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। একদিকে ইডির অত্যাচার, একদিকে সিবিআই, একদিকে ইনকাম ট্যাক্স, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সবাই মিলে পিছনে পড়েছিল।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola