Lok Sabha Elections 2024 Result: মন্ত্রিত্ব পাওয়ার খবরে সিলমোহর! কী প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের?

ABP Ananda Live: লোকসভা নির্বাচনে বাংলায় আশানুরূপ ফল হয়নি বিজেপি-র। আর তার পরই কেন্দ্রে ডাক পড়ল সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। বকাঝকার জন্য নয়, নরেন্দ্র মোদির সরকারে মন্ত্রী হওয়ার জন্য। রবিবার তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মোদি। সেখানে আজ সুকান্তেরও শপথ নেওয়ার কথা। বঙ্গ বিজেপি-র সভাপতি থেকে কেন্দ্রীয় মন্ত্রী, সুকান্তের এই উত্তরণ নিয়ে যদিও উঠছে প্রশ্ন। কেন্দ্রের মন্ত্রিত্ব আসলে পুরস্কার নাকি, বাংলায় একের পর এক নির্বাচনে বিজেপি-র বিপর্যয়ের পর, রাজ্যসভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে শাস্তিস্বরূপ মন্ত্রিত্ব তুলে দেওয়া হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। (West Bengal BJP)

এদিন দিল্লিতে মোদির চা-চক্রে যোগ দেন সুকান্ত। মন্ত্রিত্ব পাওয়ার খবরে সিলমোহর দিয়েছেন তিনি। এই মন্ত্রিত্ব পুরস্কার না শাস্তি, তা নিয়েও নিজের মতামত জানালেন। (Modi Oath Ceremony)

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola