Lok Sabha Elections 2024 Result: যাদবপুরে মুখ থুবড়ে পড়ল বাম ব্রিগেজ, জয়ী তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ

ABP Ananda Live: এ রাজ্যে দলীয় সমীক্ষায় যে দু-তিনটি আসনে জয়ের স্বপ্ন দেখেছিল বাম শিবির, তার মধ্যে অন্যতম ছিল যাদবপুর লোকসভা কেন্দ্র। সেই কেন্দ্রে প্রার্থী চয়নেও বিচক্ষণতা দেখিয়েছিল সিপিএম। কংগ্রেসের সমর্থনে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattacharyya)। বামেদের এই প্রজন্মের অন্যতম সেরা মুখ। ছাত্র রাজনীতির হাত ধরে যাঁর উত্থান। মনে করা হয়েছিল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh)-কে কড়া টক্কর দেবেন সৃজন।

কিন্তু মঙ্গলবার ভোটগণনার দিন বদলে গেল ছবি। বামেদের স্বপ্ন মুখ থুবড়ে পড়ল। গণনা এখনও চলছে। তাই ফল ঘোষণার এখনও দেরি রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যা অঙ্ক, তাতে সায়নী ঘোষের ঝড়। অন্যদিকে সৃজন দ্বিতীয় নয়, নেমে গিয়েছেন তৃতীয় স্থানে।

দুপুর পৌনে দুটোর সময় জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লাইভ আপডেট অনুযায়ী, সায়নী ঘোষের এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৩০ হাজার ৯৯১। ২ লক্ষ ৮ হাজার ৩৪৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সৃজন এখনও পর্যন্ত পেয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৭৭৫ ভোট।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola