Sudip Banerjee: কলকাতা উত্তরে শেষমেশ জয়ী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। ABP Ananda Live

ABP Ananda Live: কলকাতা উত্তরে (Loksabha Election Result 2024) শেষমেশ জয়ী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় (Kolkata Uttar BJP Candidate Sudip Banerjee)। তীব্র টক্করের পর হারের স্বাদই পেলেন সুদীপের প্রাক্তন দলীয় সতীর্থ তথা বিজেপির প্রার্থী তাপস রায়।  

কলকাতা উত্তর আসনটি নিয়ে ভোটের মুখে কম আলোচনা হয়নি। প্রথমে তাপস রায়ের 'অভিমান' এবং তার পর তৃণমূল-ত্যাগ বিস্তর হইচই তৈরি করে। এই কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রতীকে লড়াই করেন। উল্টো দিকে ছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী করে তাদের বর্ষীয়ান ও পোড়খাওয়া নেতা প্রদীপ ভট্টাচার্যকে। লোকসভা ভোট শুরুর আগে, এবিপি সি ভোটার জনমত সমীক্ষায় সম্ভাব্য জয়ী হিসেবে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছিল। তবে তার পর অনেক কিছু ঘটে যায়। প্রসঙ্গত, কলকাতা উত্তর আসনটি বরাবর তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। ২০০৯ সালের লোকসভা ভোট থেকে এই আসনে সুদীপ-ই জিতে এসেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত বিধানসভাগুলিই যায় তৃণমূলের দখলে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola