Lok Sabha Elections 2024 Result: সরকার গঠনের আগে নীতীশ-নায়ডুর দাবির তালিকা ক্রমেই লম্বা। ABP Ananda Live

ABP Ananda Live:  ১০ বছর পর আরও একটা জোট সরকার গঠনের দোরগোড়ায় দেশ। প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে শরিকদের মুখাপেক্ষী মোদি। নীতীশ-নায়ডুর সমর্থনে গঠিত হতে চলেছে তৃতীয় মোদি সরকার। সুযোগ বুঝে দর বাড়াতে মরিয়া শরিকরা। 'স্পিকারের পদ সহ কমপক্ষে ৬টি মন্ত্রক দাবি করেছেন চন্দ্রবাবু'। তালিকায় রয়েছে অর্থ, গ্রামোন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি: সূত্র। অন্তত ৩টি পূর্ণ মন্ত্রীর পদ ও বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দাবি নীতীশের: সূত্র। জিতনরাম মাজির 'হাম' একটি ক্য়াবিনেট মন্ত্রক চেয়েছে: সূত্র। চিরাগ পাসোয়ানও একটি ক্য়াবিনেট মন্ত্রকের পাশাপাশি চেয়েছেন ২জন প্রতিমন্ত্রীর পদ: সূত্র।

বিজেপির বেকায়দায় পড়ার সুযোগ ছাড়ছেন না চন্দ্রবাবু ও নীতীশ। তাঁরাও দাবিদাওয়ার লম্বা ফিরিস্তি ধরিয়ে দিয়েছেন। সূত্রের দাবি, চন্দ্রবাবু নায়ডুর দল TDP,

স্পিকারের পদ এবং অর্থমন্ত্রক, গ্রামোন্নয়নমন্ত্রক, স্বাস্থ্য়মন্ত্রক, শিক্ষামন্ত্রক, আবাসন ও নগরোন্নয়নমন্ত্রক, কৃষিমন্ত্রক, জলশক্তিমন্ত্রক, তথ্য়প্রযুক্তি এবং যোগাযোগমন্ত্রক, সড়ক পরিবহণমন্ত্রকের মতো ৫-৬টি ক্য়াবিনেট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ চেয়েছে। নীতীশ কুমারও ৩ জন ক্য়াবিনেট মন্ত্রীর পদ এবং বিহারের জন্য় বিশেষ রাজ্য়ের তকমা দাবি করেছেন। জিতনরাম মাজির 'হাম' একটি ক্য়াবিনেট মন্ত্রক চেয়েছে। LJP-র চিরাগ পাসোয়ান একটি ক্য়াবিনেট মন্ত্রকের পাশাপাশি এবং ২জন প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন।
শিবসেনার একনাথ শিণ্ডে ১ জন পূর্ণমন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী চেয়েছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola