Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের! কী বলছেন অভিযোগকারিণীর আইনজীবী?

ABP Ananda Live: সন্দেশখালিতে (Sandeshkhali Incident) এবার অভিযোগ প্রত্যাহারে প্রতিবাদীর উপরে 'হামলা'! সিভিক ভলান্টিয়ারের (Civic volunteer) স্ত্রীকে অপহরণ করে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। থানায় বয়ান রেকর্ড অভিযোগকারিণীর। ৩ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ছাড়াও তৃণমূল নেতা দিলীপ মল্লিকের নাম রয়েছে অভিযোগপত্রে। অভিযোগ করা হয়েছে তৃণমূল কর্মী সৈকত দাস ওরফে পিকাইয়ের বিরুদ্ধেও। গণধর্ষণের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু। 'মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৩ দুষ্কৃতী'।'দুষ্কৃতীদের নির্দেশ দিচ্ছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক' । সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করে দাবি প্রতিবাদীর। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের কাছে অভিযোগ জানানোর পরেই হামলা 'রাতে বাড়ির বাইরে বেরোতেই হামলা চালায় ৩ দুষ্কৃতী'। মহিলাকে টেনে নিয়ে গিয়ে মার, অপহরণ করে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। নির্যাতনের অভিযোগ তুলতে চাপ, হামলার অভিযোগ মহিলার। চিৎকার শুনে গ্রামবাসীদের তাড়ায় দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে দাবি। কী বলছেন অভিযোগকারিণীর আইনজীবী? 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola