Mamata Banerjee: CBI-র তলবে গরহাজির সওকত মোল্লা! 'ও বাঘের বাচ্চা', প্রশংসা মমতার। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজই সওকত মোল্লাকে তলব সিবিআইয়ের (CBI)। ক্যানিং পূর্বের বিধায়ককে নিজাম প্যালেসে আজই তলব। যদিও সিবিআইয়ের তলবে আজ সাড়া দিচ্ছেন না তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। 'ভোটের কাজে ব্যস্ত আছেন'। ৪ তারিখের পর ডাকলে যাবেন বলে সিবিআইকে জনিয়েছেন, দাবি তৃণমূল বিধায়কের। 'সওকতের মতো ছেলেকেও মধ্যরাতে সমন পাঠিয়েছে সিবিআই' বিজেপিকে নিশানা করে মন্তব্য তৃণমূল নেত্রীর, 'সিবিআই, ইডি অফিসাররা মনে রাখবেন, মোদিবাবু থাকবেন না',এজেন্সিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)।

অন্যদিকে, 'ভাঙড়ে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েও প্রত্যাহার পুলিশের', শুভেন্দুর সভার অনুমতি প্রত্যাহার করল পুলিশ, অভিযোগ বিজেপির, বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করার কথা ছিল শুভেন্দুর। জেনে নিন আরও গুরুত্বপূর্ণ খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram