Suvendu Adhikari: ২ বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: ফের পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বসিরহাটে ২ বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগ। 'সব হিসাব হবে, কয়েক মাসের মধ্যে বিজেপি আসছে'। 'বিজেপি এলে তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করব'। 'আর যদি অবসর নেন, অবসরকালীন সুযোগ-সুবিধা আটকে দেব'। বসিরহাটের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতার।

এ নিয়ে পুলিশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ শুভেন্দুর। পুলিশের ভূমিকা তৃণমূলের দলদাসের মতো, আক্রমণে শুভেন্দু। 'ষষ্ঠ দফার ভোটের সময় পুলিশ অতিসক্রিয় হয়ে কাজ করেছে'।'কোনও মামলা না থাকলেও বিজেপির ৫০ জন এজেন্টকে আটকায় পুলিশ'।

অন্য়দিকে শেষ দফার ভোটে শেষ দিনের প্রচারে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে সল্টলেকে উত্তেজনা। বিধাননগর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডে পাল্টা মিছিল করে তৃণমূলও। দুটি মিছিল মুখোমুখি হলে বিজেপির দিক থেকে জয় শ্রীরাম ও চোর চোর স্লোগান ওঠে। পাল্টা জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram