Lok Sabha Elections 2024: সাধু-সন্তদের একাংশকে মুখ্যমন্ত্রীর হুমকি! কী প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর?

Continues below advertisement

ABP Ananda Live: সাধু-সন্তদের একাংশকে মুখ্যমন্ত্রীর হুমকি, ফের আক্রমণে প্রধানমন্ত্রী (Narendra Modi) । 'এখন মুখ্যমন্ত্রী খোদ হিন্দু সাধু-সন্তদের হুমকি দিচ্ছেন'। 'বাংলার মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন, ভারত। সেবাশ্রম সঙ্ঘ, ইসকনকে ধমক দিচ্ছেন' । 'জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে গতরাতে হামলা হয়েছে'। 'মুখ্যমন্ত্রীর হুমকিতে সাহস বাড়ছে দুষ্কৃতীদের'। 'ভোট ব্যাঙ্ককে খুশি রাখতে সব সীমা পেরিয়ে যাচ্ছে তৃণমূল'। 'রামকৃষ্ণ মিশনের উপরে এই হামলা বাংলা সহ্য করবে না'। ঝাড়গ্রামের সভা থেকে মমতাকে হুঁশিয়ারি নরেন্দ্র মোদির। গোটা ঘটনায় কী বললেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।  উল্লেখ্য়, আইনি নোটিসের পরেও মমতার নিশানায় কার্তিক মহারাজ
মুর্শিদাবাদের হিংসায় জড়িত থাকার অভিযোগে তীব্র আক্রমণ। 'রেজিনগরে হিংসার নেপথ্যে ছিলেন কার্তিক মহারাজ'। 'তৃণমূলের এজেন্ট বসতে দেননি কার্তিক মহারাজ'। 'আগে অধীর করতেন, এখন বিজেপি করেন কার্তিক মহারাজ'। 'পারলে বিজেপির প্রতীক নিয়ে ঘুরুন'। ধর্মের নামে বিজেপি করার অভিযোগে ফের আক্রমণে মুখ্যমন্ত্রী। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram