Lok Sabha Elections 2024: নন্দীগ্রাম গণহত্যা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রীর! কী প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর?
ABP Ananda Live: 'নন্দীগ্রামে (Nandigram) প্রতারণা করে, রিগিং করে হারানো হয়েছিল', 'জেলাশাসক পাল্টে, লোডশেডিং করে ভোটের ফলে কারচুপি করা হয়েছিল', 'চিরকাল বিজেপি থাকবে না', 'আজ না হয় কাল, এর বদলা আমি নেবই', 'বোমা ফাটাব বলে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল', 'অন্যের ঘর ভাঙলে, নিজের ঘরও ভাঙে', '২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছেন না, মুখ খুললেই ধরা পড়ে যাবে', 'মেদিনীপুরে কে বেশি টাকা তুলেছে, সব ফাঁস হয়ে যাবে', 'মেদিনীপুরে ভোটের জন্য টাকা বিলি হয়, লক্ষ্য রাখবেন', 'সিপিএমের সঙ্গে সমঝোতা করে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন', 'আজ নয় তো কাল প্রকাশ্যে আসবেই' 'আমি না থাকলে সেদিন নন্দীগ্রামের মানুষ বাঁচত না', হলদিয়ার সভা থেকে তোপ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee)।নন্দীগ্রাম (Nandigram) গণহত্যা নিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। সিপিএমের সঙ্গে শিশির-শুভেন্দুর আঁতাঁতের অভিযোগ মমতার (Mamata Banerjee) । 'নন্দীগ্রামে লড়াইয়ের সময় বাপ-বেটা কোথায় ছিলেন?' '১৫ দিন বাড়ি থেকে ভয়ে বেরোননি বাপ-বেটা'।'সিপিএমের সঙ্গে সমঝোতা করে নন্দীগ্রামে গণহত্যা করেছিলেন'। 'আমি না থাকলে নন্দীগ্রাম থাকত না'। গোটা ঘটনা প্রসঙ্গে কী বললেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)?