Lok Sabha Elections 2024: মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার ৭২ ঘণ্টার মধ্যেই প্রচারে নামলেন মিনাখাঁর TMC বিধায়ক

Continues below advertisement

ABP Ananda Live: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রকাশ্য-ভর্ৎসনার ৭২ ঘণ্টার মধ্যেই বসিরহাটের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল। সমস্যা মিটিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাবি বিধায়ক ও তাঁর স্বামীর। দলের অন্দরের কোন্দল নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। 

গ্রামের রাস্তায় দিয়ে চলেছে তৃণমূলের মিছিল। মিছিলের সামনে মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল ও তাঁর স্বামী। প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার ৭২ ঘণ্টার মধ্যে বসিরহাটের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার শুরু করলেন তাঁরা। গত শনিবার হাড়োয়ার সার্কাস ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সেই নির্বাচনী প্রচারসভায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব উপস্থিত থাকলেও, গরহাজির ছিলেন মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল।যা নিয়ে সভাতেই ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলনেত্রী। ক্ষমা না চাইলে বিধায়কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর এই হুঁশিয়ারির পরই, সভায় অনুপস্থিতি নিয়ে দলের জেলা স্তরের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন বিধায়কের স্বামী। দাবি করেন, নেত্রীকে ভুল বোঝানো হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram