Lok Sabha Election: CPM এজেন্ট সেজে বুথে স্থানীয় TMCনেতা, অভিযোগ সিপিএম প্রার্থী প্রতীকুর রহমানের

Continues below advertisement

ABP Ananda LIVE: 'গতকাল রাতে এই বুথের এজেন্টকে বেধড়ক মারধর করা হয়েছে। আজ সকালে এজেন্ট এসেছে, এর আগেও অন্য বুথের এজেন্টকে মেরে কাগজপত্র ছিনিয়ে নিয়েছে এবং সেই কাগজ নিয়ে ভুয়ো এজেন্ট সেজে বসে রয়েছে। আমার এজেন্টকে নিয়ে এসে সেক্টর অফিসারকে জানিয়েছি।  কার্যত প্রায় আমাকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়েছে সেই ভুয়ো এজেন্ট। ডায়মন্ড হারবারের মডেল হচ্ছে এটাই, এখানে ভুয়ো শিক্ষক, পুলিশ, পাওয়া যায়, ভুয়ো অফিসারও ঘুরে বেড়াচ্ছে। আর আজকে ভুয়ো এজেন্টও ধরা পড়ল', বললেন প্রতিকুর রহমান।

কাশীপুরে (kashipur)৫৭ নম্বর বুথে ভোটদানে (lok saha election 2024)বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। বুথে যেতেই কলকাতা উত্তর(north kolkata) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ধাক্কাধাক্কিও হয়। বিজেপির অভিযোগ, রাত থেকেই হুমকি দিচ্ছিল তৃণমূল। সকালে এই নিয়ে গন্ডগোল বাধে। তাপস রায় যেতেই সেখানে হাজির হন তৃণমূল কর্মীরা। কাশীপুর থানার OC-কে ফোন করেন তাপস রায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আরও খবর, সই মিলছে না কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী তাপস রায়ের(tapas roy)। এই অজুহাতে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল আমহার্স্ট স্ট্রিটের রাজা রামমোহন রায় স্কুলের  বুথে। এজেন্টকে নিয়ে গিয়ে বুথে বসালেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী।  ভোটদানে বাধা দেওয়ায় সাতসকালেই EVM, VV-PAT ছুড়ে জলে ফেলে দিলেন গ্রামবাসীরা। পুলিশের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে চলল বিক্ষোভ। জয়নগর (Joynagar)লোকসভার কুলতলির (kultali)মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলের ঘটনা। বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারীর অভিযোগ, বিরোধী এজেন্টদের বসতে দিচ্ছিল না তৃণমূল। ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা হতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা EVM, VV-PAT জলে পুকুরে ফেলে দেন। কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন জয়নগরের বিজেপি প্রার্থী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram