Sandeshkhali।সন্দেশখালি ও সংশ্লিষ্ট জায়গায় যেতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি জাতীয় মহিলা কমিশনের
কাল ভোট গণনা, আজ পুলিশি অভিযান ঘিরে ফের তপ্ত সন্দেশখালি। লাঠি নিয়ে রাত-পাহারায় সন্দেশখালির মহিলারা। ভোটের দিন পুলিশকে মারধরের অভিযোগে বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে হানা। বিজেপি নেতার পরিবারের সদস্য ও গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। মহিলাদের বাধার মুখে ফিরল পুলিশ, লাঠি হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। সন্দেশখালি যেতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। 'সন্দেশখালি-সহ বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত মহিলারা। মহিলাদের ওপর পুলিশি সন্ত্রাসের খবর আসছে। সন্দেশখালি-সহ সংশ্লিষ্ট জায়গায় যেতে চায় জাতীয় মহিলা কমিশন,' জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি জাতীয় মহিলা কমিশনের।
আজকের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর: রাত পোহালেই জানা যাবে দেশের রায়। রাজ্যের ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি কেন্দ্রে। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। চলছে সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টার নজরদারি।
পুনর্নির্বাচনেও অশান্তি। বারাসাতের কদম্বগাছিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথে গেলে বিজেপি নেতা সঙ্গে পুলিশের বচসা। কাকদ্বীপেও একটি বুথে চলছে ভোটগ্রহণ।
যেন নন্দীগ্রামে গণনাকাণ্ডের পুনরাবৃত্তি না হয়। গণনা শেষ না হওয়া পর্যন্ত বসে থাকবেন। ভার্চুয়াল বৈঠকে নেতাদের বার্তা অভিষেকের। ফল বুঝতে পারছেন, খোঁচা দিলীপের।
কালীগঞ্জে বিজেপি কর্মী খুনে এখনও অধরা মূল অভিযুক্ত। খুনের কথা আগেই জানত পুলিশ, চাঞ্চল্যকর অভিযোগ নিহতের পরিবারের। সিবিআই দাবি।
পুরনো মামলার নিষ্পত্তির কথা বলে ডেকেছিল পুলিশ, দাবি নিহত বিজেপি কর্মীর বাবার। জমি সংক্রান্ত বিবাদে পুরনো শত্রুতার জেরে খুন, দাবি পুলিশের।
সন্দেশখালিতে ভোটের দিন হামলার অভিযোগে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। রাস্তায়
নামলেন মহিলারা। আটক করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে ছিনতাই।
ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। আহত দুপক্ষেরই বেশ কয়েকজন।