Mamata Banerjee: চালসায় জনসংযোগে বেরিয়ে দোকানে ঢুকে চা বানালেন মুখ্যমন্ত্রী, খাওয়ালেন সকলকে | ABP Ananda LIVE
ভোট মিটলেই নেতারা সব ভুলে যান। ভোটের পর রাস্তা সারানো নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস শুনে অভিযোগ করলেন চা বাগানের শ্রমিকরা। 'যা করেছি, আমরাই করেছি, আর কেউ করেনি' - অভিযোগ অস্বীকার করে মন্তব্য মুখ্যমন্ত্রীর। পাল্টা অভিযোগ করলেন কেন্দ্রীয় বঞ্চনার। চালসায় জনসংযোগে বেরিয়ে চা দোকানে ঢুকে বানালেন চা, খাওয়ালেন সকলকে।