Lok Sabha Election 2024: ব্যাটলফিল্ড কোচবিহার, একই জেলায় আজ প্রচার-যুদ্ধে মোদি-মমতা | ABP Ananda LIVE
ব্যাটলফিল্ড কোচবিহার, একই জেলায় আজ প্রচার-যুদ্ধে মোদি-মমতা। একই দিনে, একই জেলায় ২৮ কিলোমিটারের ব্যবধানে আজ নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। বেলা ১২টা নাগাদ কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। এরপর বিকেল পৌনে ৪টেয় কোচবিহারের শহরের রাসমেলা ময়দানে নির্বাচনী সভা করবেন মোদি।