Lok sabha Speaker: কে হবেন লোকসভার স্পিকার? আজ সংসদে ভোটাভুটি। ABP Ananda Live

ABP Ananda Live: কে হবেন লোকসভার স্পিকার? আজ সংসদে ভোটাভুটি। আজ সকাল ১১: সংসদে স্পিকার পদে ভোটাভুটি। সহমতে নয়, লোকসভার স্পিকারে এবার ভোটাভুটি । লোকসভায় এনডিএ-র আসন ২৯২, ইন্ডিয়া জোটের ২৩৪। এনডিএ প্রার্থী ওম বিড়লা, ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশ। স্পিকার নির্বাচনে কংগ্রেসের সুরেশকেই সমর্থন তৃণমূলের। গতকাল মমতার সঙ্গে রাহুলের কথায় কাটল জট। মমতার সঙ্গে প্রায় ২০ মিনিট ফোনে কথা রাহুলের: সূত্র। স্পিকার নির্বাচনের জন্য় সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি কংগ্রেসের।

স্পিকার পদে বিরোধী শিবিরের তরফে কংগ্রেস সাংসদ কে সুরেশকে প্রার্থী করা নিয়ে, প্রাথমিকভাবে অসন্তুষ্ট ছিল তৃণমূল। কংগ্রেসের বিরুদ্ধে একতরফাভাবে প্রার্থী ঠিক করার অভিযোগ তুলে, ক্ষোভ স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

লোকসভায় এবার মোদির বিরুদ্ধে বিরোধী শিবিরের মুখ রাহুল। ১০ বছর পরে বিরোধী দলনেতা পাচ্ছে লোকসভা । গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুলকেই বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত । ১৯৮৯-১৯৯১ লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন রাজীব গাঁধী। ১৯৯৯-২০০৪ লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন সনিয়া গাঁধী। এবার লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গাঁধী। একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগ কমিটিতে মোদির সঙ্গে থাকবেন রাহুলও 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola