LokSabhaVote:TMC-র সঙ্গে CPM-র গোপন আঁতাঁতের অভিযোগ তুললেন দিলীপ,অন্য়দিকে CPM-কংগ্রেসকে আক্রমণ মমতার
ABP Ananda Live: দিলীপ ঘোষ (Dilip Ghosh) যেদিন তৃণমূলের সঙ্গে সিপিএমের গোপন আঁতাঁতের অভিযোগ তুললেন, সেদিনই সিপিএম-কংগ্রেসকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দফা ভোটের আগে বিজেপি-সিপিএমের সেটিংয়েরও অভিযোগ তুলেছেন তৃণমূলনেত্রী। আরও খবর, ৫ বছর পর ফের ইডির (ED) রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব। ৫ জুন ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য তলব, খবর ইডি সূত্রের। ED-র তলব প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি। ২০১৯-এর ১৮ জুলাই রোজভ্য়ালি মামলায় ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করে ইডি রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের অভিনেত্রীকে তলব করল ED। ৫ জুন, সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে ঋতুুপর্ণা সেনগুপ্তকে। ED সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য টালিগঞ্জের এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ২০১৯ সালের জুলাই মাসে রোজভ্যালি মামলায় তলব করা হয়েছিল ঋতুুপর্ণা সেনগুপ্তকে। সেই সময় হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী।