Loksabha Election 2024: ভোট শুরুর প্রথম ২ ঘণ্টার মধ্যেই ৪৭১টি অভিযোগ জমা পড়ল কমিশনে | ABP Ananda LIVE
ভোট শুরুর ২ ঘণ্টার মধ্যেই কমিশনে ৪৭১টি অভিযোগ জমা। তৃণমূলের তরফে ৩০টি, সিপিএমের ২৫টি ও বিজেপি ২২টি অভিযোগ দায়ের করেছে। গয়েশপুরে বিজেপি নেতার উপর হামলায় রিপোর্ট তলব কমিশনের। লিলুয়ায় প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব।
ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাইকুলের ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠল পোলিং এজেন্টদের বিরুদ্ধে। ফলে ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এই বুথে ভোটগ্রহণ শুরু হয়নি। কাঁদো কাঁদো মুখে, করজোড়ে হাওড়ার বিজেপি প্রার্থীর কাছে অভিযোগ জানালেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। ঘটনাস্থলে এলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এই ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
নতুন কায়দায় ভোট লুঠ করছে তৃণমূল। ভোটার সহায়তা কেন্দ্রে বসিয়ে রেখেছে এজেন্টদের। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এই অভিযোগ তুলে ধনেখালিতে ভোটার সহায়তা কেন্দ্রে গিয়ে একেক জনকে ধরে বার করলেন লকেট চট্টোপাধ্যায়।ধনেখালির ১১৭ ও ১১৮ নম্বর বুথের ঘটনা। নির্বাচন কমিশনে অভিযোগ জানাব, বললেন হুগলির বিজেপি প্রার্থী।