LokSabha Election 2024: '৪ তারিখ যখন ভোটবাক্স খুলবে তখন BJP চোখে সর্ষেফুল দেখবে', আক্রমণ অভিষেকের।

Abhishek Banerjee: 'সন্দেশখালি (Sandeshkhali Chaos) করে এরা বাংলার (west Bengal) মানুষকে অপমান করেছে। যারা বাংলার মহিলাদের অপমান করেছে, যারা ১০ কোটি বঙ্গবাসীর মাথা নীচু করে দিয়েছে সেই বিজেপিকে (BJP News) একটা ভোট নয়', নির্বাচনী জনসভা থেকে আক্রমণ তৃণমূলের (TMC News) সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ৪ তারিখ যখন ভোটবাক্স খুলবে তখন বঙ্গ বিজেপি চোখে সর্ষেফুল দেখবে। ভোটে যদি কেউ কোন সন্ত্রাস করে, বা ভোট দিতে না দেয় তাহলে বঁটি, খুন্তি নিয়ে বেরিয়ে আসুন, বললেন অভিষেক (TMC Leader Abhishek Banerjee)। চাকরি (Recruitment Scam) নিয়ে বিজেকে নিশানা মমতার (CM Mamata Banerjee)। পাল্টা চাঞ্চল্যকর দাবি সুকান্তর (BJP Leader Sukanta Majumdar)। ABP Ananda Live   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola