Abhishek Banerjee: ৬ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE

ডায়মন্ড হারবারে ৬ লক্ষ ৫৫ হাজারের বেশি ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৩ রাউন্ড গণনা শেষে বহরমপুরে অধীরকে পিছনে ফেলে ৭২ হাজারের বেশি ভোটে এগিয়ে ইউসুফ পাঠান। কোচবিহারে ২০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া। বর্ধমান-দুর্গাপুরে ১ লক্ষ ২৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। ঝাড়গ্রামে ১ লক্ষ ২০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। জয়নগরে ২ লক্ষ ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। বসিরহাটে ১ লক্ষ ৫৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল। যাদবপুরে দেড় লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ঘাটালে ১ লক্ষ ৫ হাজার ৯৮৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব। বর্ধমান-দুর্গাপুরে ১ লক্ষ ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। মালদা উত্তরে ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। মালদা দক্ষিণে ফের ৭২ হাজারের বেশি এগিয়ে কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। 

অষ্টম রাউন্ডের শেষে ৮০০০-র বেশি ভোটে এগিয়ে সুকান্ত মজুমদার। ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার। বরানগর বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola