Loksabha Election 2024: কাঁচরাপাড়ায় মুকুল রায়ের পাড়ায় অর্জুন সিংকে 'গো ব্যাক' স্লোগান তৃণমূল কর্মীদের | ABP Ananda LIVE
কাঁচরাপাড়ায় মুকুল রায়ের পাড়ায় অর্জুন সিংকে 'গো ব্যাক' স্লোগান তৃণমূল কর্মীদের। গাড়ি থেকে নেমে তেড়ে যান ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। পাল্টা তৃণমূল সমর্থক ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ অর্জুনের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর দিকে তেড়ে যান মহিলা তৃণমূল কর্মীরা। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান অর্জুন সিং।
বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুরে বিজেপি নেতাকে মারধর। বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধর। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একইসঙ্গে আক্রান্ত বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর। বিজেপি নেতার অভিযোগ, ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল। অভিযোগ, তার প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তায় ফেলে মারধর করেছে বিজেপি নেতাকে। গয়েশপুর নিয়ে রিপোর্ট চাইল কমিশন। আহত দলীয় কর্মীদের দেখতে কল্যাণী এইমসে গেলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।