LokSabha Election 2024: 'সন্দেশখালির একটা মানুষের গায়ে হাত দিয়ে দেখাক', হুঙ্কার রেখা পাত্রর

ABP Ananda LIVE: 'আমার বাড়িতে হুমকি দেওয়া হয়েছি, আমার পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে এসেছে। সন্দেশখালির(Sandehskhali) থানা থেকে পুলিশ গিয়ে হুমকি দিয়ে এসেছে। রাজ্যের এই সন্দেশখলির থানার পুলিশকে এবং মমতা বন্দ্যাপাধ্যায়কে বলছি, একটা মানুষের গায়ে হাত দিয়ে দেখাক', হুঙ্কার রেখা পাত্রর(Rekha Patra)।

আগামী পাঁচ বছর দিল্লির মসনদে বসতে চলেছে কোন দল? বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের ক'টি কার দখলে যাবে? তা জানা যাবে এবার। মসনদে কে? তৃতীয়বার মোদি সরকার? নাকি ইন্ডিয়া জোটের বাজিমাত? বাংলার বিয়াল্লিশের মধ্যে কার ঝুলিতে কটা? কার মঙ্গল হবে মঙ্গলে, দিল্লি যাবে কার দখলে? এই বঙ্গের বিয়াল্লিশে, জনমত যাবে কোথায় মিশে? আসছে কারা, কারাই বা যায়? গণনাকেন্দ্র থেকে প্রতিমুহূর্তের আপডেট, সবার আগে আপনাদের সামনে।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola