Chok Bhanga Chota: 'বারবার দলবদল হয়তো কারণ গতে পারে মন্ত্রিত্ব না পাওয়ার কারণ', মন্তব্য সৌমিত্রর

Continues below advertisement

ABP Ananda LIVE: ভোটে জিতে মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়ায় বিস্ফোরক সৌমিত্র খাঁ(Saumitra khan)। 'আমাকে হয়তো ভয় পায়, পশ্চিমবঙ্গে রাজনীতির দখল নিয়ে নেব'। 'আমি মুকুলের অনুগামী ছিলাম, গোটা রাজ্যে প্রভাব ছিল'। 'আমার নবান্ন অভিযান দশটা আন্দোলনের মধ্যে অন্যতম'। 'বাংলা পূর্ণমন্ত্রী না পাওয়ায় অনেকে হতাশ'। '২ কোটি ৩৮ লক্ষ মানুষ ভোট দিয়েছেন, তাঁদের কাছে খারাপ বার্তা যাচ্ছে', বিস্ফোরক বিষ্ণুপুরের (bishnupur)বিজেপি সাংসদ(bjp mp) সৌমিত্র খাঁ। 

'ভোটে প্রমাণিত, কলকাতায় (Kolkata)শক্তি বাড়ছে বিজেপির'(BJP)। 'কলকাতার অনেক পুর এলাকায় এগিয়ে বিজেপি'। 'হরিহরপাড়ায় বিজেপির ক্ষমতা নেই, তাহলে কী করে হামলা?' 'বোমাই বাংলার(west bengal) কুটির শিল্প, আরও বিস্ফোরণ ঘটবে' ।'ভোটের পরে হিংসার তীব্রতা বাড়ছে, খাবার জল আটকাতে কলও তুলে নেওয়া হয়েছে'। 'ভোট হতেই পরিবর্তন, তৃণমূলকে জেতানোর দায়িত্ব ডিএম-এসপির'। জেতাতে না পারলেই বদলি হবে: সুকান্ত মজুমদার।'আমি জেতায় দক্ষিণ দিনাজপুরেও হয়তো ডিএম বদলি হবেন'। 'নিউটাউনে(newtown) সোহমের(soham chakraborty) মস্তানি, আক্রান্তের জেলে ঢোকাই নিয়ম'। যে আক্রান্ত, তার বিরুদ্ধেই মামলা: সুকান্ত মজুমদার । 'প্রতি ২ মাসে ওয়েব সিরিজের মতোই বিস্ফোরণের খবর আসবে'। বাংলাকে আফগানিস্তান বানাতে চাইছেন মুখ্যমন্ত্রী: সুকান্ত মজুমদার। দল কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আমি দায়িত্বে: সুকান্ত মজুমদার

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram