LokSabha Election 20254: ইভিএমে কারচুপি? কী অভিজ্ঞ করলেন বিজেপি প্রার্থী? ABP Ananda Live

Loksabha election: ঝাড়গ্রাম (Jhargram) লোকসভার (LokSabha Election 2024) গড়বেতার মোগলাপোতায় ধুন্ধুমার। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে বিজেপি (BJP News) প্রার্থী প্রণত টুডু। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথরবৃষ্টি। ইটের ঘায়ে মাথা ফাটে প্রার্থীর নিরাপত্তা রক্ষী CISF জওয়ানের। এবিপি আনন্দর গাড়িও ভাঙচুর করা হয়। পালিয়ে বাঁচেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী। এবিপি আনন্দর গাড়িতে এলাকা ছাড়েন দুই CISF জওয়ান। গড়বেতার ১৯৮ ও ২০০ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে যান প্রণত টুডু। বুথের ৫০ মিটারের মধ্যে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। নিরাপত্তা রক্ষী না থাকলে বেঁচে ফিরতে পারতেন না, প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি, দাবি বিজেপি প্রার্থীর। তাণ্ডবের পর বেশ কিছুক্ষণ পর ওই গ্রামে যায় QRT। গড়বেতার ঘটনায় অ্যাকশন টেকন রিপোর্ট চায় কমিশন। আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ CEO-র। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola