LokSabha Election 2024: অভিষেকের গড়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বরখাস্ত ববি।ABP Ananda Live

Continues below advertisement

BJP News: অভিষেকের (Abhishek Banerjee) গড়ে প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব (Inner Clash)। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিজেপি প্রার্থীকে সাময়িক বরখাস্ত করল দল। সাময়িক বরখাস্ত ও শোকজ নিয়ে বিস্ফোরক বিজেপির পরাজিত প্রার্থী। 'সেন্ট্রাল কাউন্সিল মেম্বারকে বরখাস্ত বা শোকজ করতে পারে না রাজ্য নেতৃত্ব। কীভাবে দলীয় নির্দেশের চিঠি প্রকাশ্যে এল? অভিষেকের বিরুদ্ধে কোর্টে যাওয়ার প্রস্তুতির সময় আমাকে অপদস্থ করার চেষ্টা। দলের গোপন নথি কেউ ফাঁস করলে অভিষেকের অঙ্গুলিহেলনে চলছেন তিনি। যাঁরা এই চিঠি প্রকাশ্যে এনেছেন, তাঁদের সঙ্গে অভিষেকের সম্পর্ক রয়েছে', বিস্ফোরক দাবি ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের (Avijit Das)। শহুরে ভোটে (Urban Vote) ভাটা, ফের ক্ষোভের সুর তৃণমূল নেতৃত্বের (TMC) গলায়। উদয়ন গুহর (Udayan Guha) পর এবার সরব দমদমের তৃণমূল সাংসদ (Dumdum TMC MP) সৌগত রায় (Sougata Roy)। 'গ্রামে ঢেলে ভোট পেয়েছে তৃণমূল, মুখ ফিরিয়েছে শহরের একাংশ। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram