Loksabha election 2024:ভোটে বাধা দিলে বাঁশ,ঝাঁটা, খুন্তি নিয়ে তৈরি থাকার দাওয়াই বিজেপির জেলা সভাপতির
ABP Ananda LIVE: ভোট দিতে বাধা দিলে বাঁশ, ঝাঁটা, খুন্তি নিয়ে তৈরি থাকার দাওয়াই দিলেন বিজেপির জেলা সভাপতি। ভোটের আগে যা নিয়ে সরগরম উত্তর ২৪ পরগনার বনগাঁ। উদভ্রান্তর মতো কথা বলছেন বিজেপি নেতারা। পাল্টা আক্রমণ শানিয়েছেন শান্তনু সেন। উত্তর ২৪ পরগনার বনগাঁয় সোমবার পঞ্চম দফার নির্বাচন রয়েছে। তার আগে বিজেপি জেলা সভাপতির হুঁশিয়ারি ঘিরে সরগরম উত্তর ২৪ পরগনার বনগাঁ। ভোটে বাধা দিলে বাঁশ, ঝাঁটা, খুন্তি দিয়ে ঠ্যাং ভেঙে দেওয়ার দাওয়াই দিলেন বিজেপি নেতা। ভোটে বাধায় বাঁশ, ঝাঁটা, খুন্তির দাওয়াই বিজেপির জেলা সভাপতির উন্মাদের প্রলাপ, বলছে তৃণমূল। ভোটের আগে বনগাঁ জেলাজুড়ে বিজেপির ফ্লেক্স, পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল।
Tags :
Lok Sabha Elections 2024 Lok Sabha Polls 2024 Elections 2024 Lok Sabha Election 2024 Date Lok Sabha Election 2024 Schedule India General Election India General Election Schedule Lok Sabha Elections Result 2024 Lok Sabha Polls 2024 Date Lok Sabha Polls Result 2024 Date