LoKSabha Election 2024: রাহুলের নেতৃত্বে ঘুরে দাঁড়াল কংগ্রেস, ৫২ থেকে একলাফে প্রায় ১০০
ABP Ananda LIVE: দু'হাজার উনিশের লোকসভা ভোটে(loksabha election 2024) এসেছিল বাহান্নটা আসন। আর দুহাজার চব্বিশে সেটাই একলাফে বেড়ে একশোর দোরগোড়ায়! পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, এই সাফল্য়, INDIA জোটে কংগ্রেসের (congress)অবস্থান আরও পোক্ত করল। কারণ, INDIA জোটের পাওয়া দুশোর বেশি আসনের মধ্যে, প্রায় একশোর কাছাকাছি আসন গেছে শুধুমাত্র এই জোটের অন্যতম প্রধান দল কংগ্রেসের ঝুলিতে। সংখ্য়ার নিরিখে, NDA সরকার গঠনের দাবিদার হলেও, হাল ছাড়তে নারাজ বিরোধী শিবিরও। দুতরফেই চলছে চূড়ান্ত তৎপরতা। পরবর্তী রণকৌশল ঠিক করতে, কাল বৈঠকে বসছে দু'পক্ষই।
বালুরঘাটে (Balurghat) চলছে শেষ রাউন্ডের গণনা। ১৭ রাউন্ড শেষে ৯ হাজার ২৬৯ ভোটে এগিয়ে সুকান্ত মজুমদার । এখনও হাল ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস কর্মীরা। গণনা কেন্দ্রে দফায় দফায় উত্তেজনা, বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। উল্লেখ্য, ফের ল্য়ান্ডস্লাইড ভিকট্রি তৃণমূলের। একুশের পর চব্বিশ বিধানসভার পর এবার লোকসভা। বঙ্গে ফের সবুজ ঝড়ে ধরাশায়ী হল গেরুয়া। মমতা-অভিষেক ম্য়াজিকে একের পর এক তৃণমূল প্রার্থীরা জিতলেন শুধু তাই নয়, ঘাসফুল ঝড়ে হারলেন দাপুটে নেতা-নেত্রীরাও। হল না ডাবল হ্য়াটট্রিক। থমকে গেল বহরমপুরের 'রবিনহুডে'র বিজয়রথ।রাজনীতিতে নবাগত তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হারলেন অধীর চোধুরী। ১৯৯৯ সাল থেকে বহরমপুরের সাংসদ ছিলেন। বাম আমল হোক বা তৃণমূলের জমানা, বহরমপুরে এতদিন অপরাজেয় থেকেছেন তিনি। এই প্রথম অধীরকে ফেরাল তাঁর গড়। কাজে দিল না 'বহিরাগত' তত্ত্বে প্রচার। প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের কাছে হারলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের বিদায়ী সাংসদ। এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। কেন্দ্র বদলে খালি হাতে ফিরলেন দিলীপ। বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভায় অমিত শাহের ডেপুটি ছিলেন।