LokSabha Election 2024: 'আমাদের যা ত্রুটি তা আমাদের খুঁজতে হবে', ভোটে হেরে বললেন নিরাপদ সর্দার।

Continues below advertisement

LokSabha Election: সাম্প্রদায়িক মেরুকরণ থেকে CAA, রামমন্দির। লোকসভার ভোটে কোনও ইস্য়ুই বিজেপির পালে হাওয়া লাগাতে পারল না। অনেকেই বলছেন, নির্ধারিত সময়ের আগে, একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়ার হুমকিও, ভোটারদের একটা বড় অংশ ভালোভাবে নেননি। এখানেই, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, বঙ্গে বিজেপির ধরাশায়ী হওয়ার নেপথ্যে রয়েছে একাধিক কারণ। অনেকেই বলছেন, তৃণমূল যখন লাগাতার একশো দিনের কাজে বঞ্চনার অভিযোগ তুলছে, বিজেপির বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ তুলছে, তখন সেই বক্তব্যই আরও জোরালো করেছিল বঙ্গ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতার বক্তব্য।  'আমাদের যা ত্রুটি তা আমাদের খুঁজতে হবে', ভোটে হেরে বললেন নিরাপদ সর্দার। রাজ্যের মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র মেদিনীপুর। এই কেন্দ্রে ২০০৯ সালেই শেষবার বামেরা দখল বসিয়েছিল। দীর্ঘদিনের বামেদের এই ঘাঁটি শেষঅবধি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলরে দখলে চলে যায়। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ফোঁটে পদ্ম। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির তরফে ভোটযুদ্ধে নেমেছেন অগ্নিমিত্রা পাল। তিনি কি পারবেন দিলীপ ঘোষের জয়ী এই আসনকে অব্যহত রাখতে ? গুঞ্জন ছিল রাজনৈতিক মহলে। তবে শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়াই। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram