Kar Dokhole Delhi: অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে ২৪ ঘণ্টার জন্য প্রচারে না কমিশনের। ABP Ananda Live
LokSabha Election 2024: প্রচার এবং বিচার, নির্বাচনী রাজনীতির খুব স্বাভাবিক ছবি। সব রাজনৈতিক দল তাঁদের বক্তব্য নিয়ে প্রচার করবেন, তার ভিত্তিতে কাকে বাছবেন তা বিচার করে সিদ্ধান্ত নেন ভোটাররা। কিন্তু ভোট বাংলায় প্রচারের স্বাভাবিক ছবিটাই বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, যাদবপুর থেকে মেদিনীপুর ছবিটা কার্যত এক। দুক্ষেত্রেই অভিয়োগের তীর তৃণমূলের (TMC News) দিকে। এদিকে মুখ্য়মন্ত্রীকে (CM Mamata Banerjee) বেলাগাম আক্রমণের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে (Abhijit Ganguly) ২৪ ঘণ্টার জন্য প্রচারে না কমিশনের (Election Commission of India)। অন্যদিকে আবার সাধু সংঘাতের মধ্যে সংরক্ষণ নিয়ে আশ্বাস শোনা গেল তৃণমূলনেত্রীর গলায়। 'মেদিনীপুরে মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে তুলকালাম। অগ্নিমিত্রার প্রচারে বোতল ছোড়াছুড়ি, ইট ছোড়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, অস্বীকার শাসক দলের। তৃণমূল-বিজেপি সংঘর্ষে বেলেঘাটায় ধুন্ধুমার। ২ বৃদ্ধের বাড়ি গিয়ে ভোট নেওয়ার সময় উত্তেজনা। বিজেপির (BJP News) বিরুদ্ধে বহিরাগতদের এনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। বেলেঘাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে ঝরল রক্ত। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে গো ব্যাক স্লোগান তৃণমূলের। ABP Ananda Live