Hiran Secretory Attack: 'আমি বাড়িতে একা, মাঝরাতে পুলিশ দরজায় লাঠি মারছে', কান্নায় ভেঙে পড়লেন হিরণের সেক্রেটারির মা!
শুভেন্দু অধিকারীর পর হিরণ চট্টোপাধ্যায়। ভোটের ৩ দিন আগে এবার ঘাটালের বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক তমোঘ্ন দে-সহ ২ বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা। গতকাল রাত আড়াইটে নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। এর পাশাপাশি কেশপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে কর্তব্যরত পুলিশ অফিসার দাবি করেন, প্রতারণার অভিযোগের তদন্ত করতেই এই অভিযান। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের তুমুল বাদানুবাদ হয়। এই ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
Tags :
Mamata Banerjee Bangla News Hiran ABP Ananda LIVE ABP Ananda Digital Ghatal ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Politics Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel Dev And Hiran