Loksabha Election 2024: ধনেখালিতে মহিলা পুলিশকে বুথ থেকে বার করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় | ABP Ananda LIVE
ধনেখালির ১৫৮ নম্বর বুথে বেনিয়মের অভিযোগ। মহিলা পুলিশকে বুথ থেকে বার করে দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
'নতুন কায়দায় ভোট লুঠ করছে তৃণমূল। ভোটার সহায়তা কেন্দ্রে বসিয়ে রেখেছে এজেন্টদের। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে', এই অভিযোগ তুলে ধনেখালিতে ভোটার সহায়তা কেন্দ্রে গিয়ে একেক জনকে ধরে বার করলেন লকেট চট্টোপাধ্যায়। একজনের কাছে মিলল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফর্ম। ধনেখালির ১১৭ ও ১১৮ নম্বর বুথের ঘটনা। 'নির্বাচন কমিশনে অভিযোগ জানাব', বললেন হুগলির বিজেপি প্রার্থী। এই বুথেই বিজেপি এজেন্টকে মেরে বার করে দেওয়ার অভিযোগ ওঠে।এই নিয়ে তৃণমূল নেতার সঙ্গে বচসায় জড়ান লকেট।
'কোনও খেলা হবে না। আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত ছোঁয়ালেই ব্যবস্থা নেব', হুঁশিয়ারি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। 'আমি তো টাকা-পয়সার কোনও চিহ্ন দেখতে পাচ্ছি না। যা করেছি খেটে করেছি, দেড় মাস ধরে খাটছি', পাল্টা কটাক্ষ হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের।