TMC News: উল্টোডাঙার আবাসনে কুণাল, কথা বললেন ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে। ABP Ananda live
Continues below advertisement
LokSabha Election 2024: ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনে তৃণমূলের (TMC News) মিছিল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। নবান্নে বৈঠকে ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ভর্ৎসনা নেত্রীর। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে আবাসনে গিয়ে ক্ষমা চাইতে নির্দেশ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে তৃণমূলের অটো-বাইক মিছিল। ডিজে বাজিয়ে ৩টি বহুতলে কয়েকশো বাইক-অটো নিয়ে তৃণমূলের মিছিল। 'শান্তি কে আছে, কেন এরকম হবে? নবান্নে মানিকতলা নিয়ে বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়: সূত্র। এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) যান উল্টোডাঙার ওই আবাসনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamta Banerjee) নির্দেশে কুণাল (Kunal Ghosh) সেখানে যান বলে খবর। সেখানে তারা কথা বলেন আবাসনের বাসিন্দাদের সঙ্গে। ABP Ananda Live
Continues below advertisement