Loksabha Election 2024: ২৪ জুন সংসদে বসতে পারে বিশেষ অধিবেশন। ABP Ananda Live
Continues below advertisement
Loksabha Election 2024 : ২৪ ও ২৫ জুন শপথ নিতে পারেন নতুন সাংসদরা । ২৪ জুন সংসদে বসতে পারে বিশেষ অধিবেশন । ২৬ জুন হতে পারে স্পিকার নির্বাচন ।
আরও খবর , বিজেপির হাতেই সিংহভাগ গুরুত্বপূর্ণ মন্ত্রক। বিশেষ রদবদল নয় মন্ত্রীদের। শরিকি চাপ সামলে মন্ত্রিসভা গঠনের প্রাথমিক রাউন্ডে জয় মোদির, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ২৪ ও ২৫ জুন শপথ নিতে পারেন নতুন সাংসদরা। ২৪ জুন সংসদে বসতে পারে বিশেষ অধিবেশন। ২৬ জুন হতে পারে স্পিকার নির্বাচন। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন জে পি নাড্ডা। এই মাসেই সর্বভারতীয় সভাপতি হিসাবে জে পি নাড্ডার কার্যকাল শেষ হচ্ছে। সেপ্টেম্বরে বিজেপির পরবর্তী সভাপতি নির্বাচনের সম্ভাবনা । তার আগে দুই কেন্দ্রীয় মন্ত্রকের পাশাপাশির দলের দায়িত্বও সামলাবেন জে পি নাড্ডা।
Continues below advertisement
Tags :
Modi Cabinet BJP News Election 2024 LokSabha Election 2024 Election Result 2024 Modi Cabinet 2024