Mamata Banerjee: 'অগণতান্ত্রিকভাবে, বেআইনিভাবে সরকার গঠন করেছে বিজেপি', আক্রমণ মমতার

Continues below advertisement

ABP Ananda LIVE: '৩-৪টে আসনে তৃণমূলকে জোর করে হারানো হয়েছে'। 'বিজেপি(BJP) এখন এগিয়ে ৯০টি আসনে'। 'এখনও বিজেপি মিথ্যা কথা বলছে'। 'এই জয়ের উৎসব পালন করা হবে আগামী ২১ জুলাই'। 'সাংসদদের বলা হয়েছে বসে থাকার জন্য কেউ যাবেন না'। 'দেশে পরিবর্তন প্রয়োজন, আমরা অপেক্ষা করছি'। 'সংসদে আমরা এনআরসি বাতিল করার দাবি তুলব'। 'ওদের একটু সামলাতে দিন, কাকে কাকে সন্তুষ্ট করতে হবে?' 'সিএএ বাতিল করতে হবে'। 'রাজ্যসভা-লোকসভা মিলিয়ে আমাদের ৪২ জন সাংসদ'। 'ডেরেক, নাদিম, দোলাদের বলেছি হরিয়ানার কৃষকদের পাশে গিয়ে দাঁড়াতে'। 'পশ্চিমবঙ্গে যত বেশি সম্ভব সিআরপিএফ পাঠিয়ে দিয়েছে, এজেন্সি পাঠিয়েছে'। 'জোর করে কোনও কাজ হয় না'। 'অর্থমন্ত্রীর স্বামী বলেছিলেন, এই সরকার চলবে না'। 'চারশ পারের কথা বলেছিল, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram