Nandigram Incident: নন্দীগ্রাম খুনে অভিযুক্তকে নাগালে পেয়েও গ্রেফতার করল না পুলিশ। ABP Ananda Live

Continues below advertisement

 LokSabha Election 2024: ভোটের (Lok Sabha Election 2024) ৩দিন আগে ফের রক্তাক্ত নন্দীগ্রাম (Nandigram Incident)। বিজেপি (BJP News) নেতার মাকে কুপিয়ে-পিটিয়ে খুন। এসসি মোর্চার নেতা-সহ ৭জন সঙ্কটজনক।  মহিলা বিজেপি কর্মী খুনে অশান্ত নন্দীগ্রাম। সোনাচূড়ায় একের পর এক দোকানে আগুন। গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ। লাঠিচার্জ করে সরাল পুলিশ। বদলা নেওয়ার মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) উস্কানিতেই নন্দীগ্রামে হামলা। পদক্ষেপ নিতে কমিশনে (Election Commission Of India) বিজেপি। ভোটের আগে হামলা ময়নাতেও। বাকচায় হামলা, স্ত্রী-সহ বিজেপি কর্মী গুরুতর আহত। তৃণমূলের (TMC News) বিরুদ্ধে হামলার অভিযোগ, অস্বীকার শাসকদলের। পঞ্চসায়রে আক্রান্ত সিপিএম। মহিলা কর্মীকে হুমকি,  বন্দুকের বাঁট দিয়ে মারের অভিযোগ। যাদবপুর থানায় অভিযোগ দায়ের। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram