Narendra Modi: সকাল সাড়ে ৯টার প্রাথমিক ট্রেন্ডে বারাণসীতে পিছিয়ে নরেন্দ্র মোদি, এখন কী অবস্থা? | ABP Ananda LIVE

Continues below advertisement

পাশা কি তবে ওল্টাচ্ছে ? সকাল সাড়ে ৯টার ট্রেন্ড অনুযায়ী প্রাথমিক ট্রেন্ডে বারাণসীতে পিছিয়ে নরেন্দ্র মোদি, খবর নির্বাচন কমিশন সূত্রে। এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী অজয় রাই। তবে মুহূর্তেই সমস্ত ট্রেন্ড বদলাচ্ছে। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসবে কে?

উত্তরপ্রদেশের অন্যতম নজরকাড়া কেন্দ্র বারাণসী। কারণ, গত দুবার এখান থেকেই নির্বাচিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ ও ২০১৯ সালে। এবারও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে বারাণসী থেকেই ভোট দাঁড়ান মোদি। অন্যদিকে, আগের দু’বার পরাজিত হওয়া সত্ত্বেও অজর রাইকেই প্রার্থী করে কংগ্রেস। মোদির 'ভোকাল ফর লোকাল' তত্ত্বেই তাঁকে মাত দেওয়ার লক্ষ্যে ভোটযুদ্ধে নামেন অজয়।

তাঁকে বারাণসী থেকে প্রার্থী করার নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। কংগ্রেস সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশে দলের সংগঠনের দিকটি দেখেন প্রিয়ঙ্কা গাঁধী। সেখানে একাধিক বিষয়ে দলের দলিত নেতা ব্রিজলাল খবরির সঙ্গে মতভেদ ঘটে প্রিয়ঙ্কার, যে কারণে ব্রিজলালকে সরিয়ে গতবছর অগাস্টে অজয়কেই প্রদেশ কংগ্রেস সভাপতি নিযুক্ত করা হয়। উত্তরপ্রদেশের তৃণমূল স্তরের মানুষের মনে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে সেই থেকে কাজ করছিলেন অজয়। সেই কারণেই বারাণসীতে তৃতীয় বারের জন্য তাঁকে মোদির বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram