LokSabha election 2024: দ্রুত সরকার গঠনের চ্যালেঞ্জ, বৈঠকে এনডিএ-র সংসদীয় দল। ABP Ananda Live
Loksabha Election: বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠনের চ্যালেঞ্জ। কিছুক্ষণ পরেই বৈঠকে বসতে চলেছে এনডিএ (NDA)-র সংসদীয় দল। সূত্রের খবর, সেন্ট্রাল হলে আয়োজিত এই বৈঠকেই সর্ব সম্মতিতে নেতা নির্বাচিত হবেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বিজেপি-সহ এনডিএ-র সব শরিক দলের সাংসদরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানানোর কথা এনডিএ শিবিরের। সূত্রের খবর, রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। শরিক নির্ভর তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই চলছে মন্ত্রিত্ব নিয়ে দড়ি টানাটানি
কারা কী মন্ত্রক পাবে, তা নিয়ে বাড়ছে জল্পনা। নরেন্দ্র মোদিকে নির্ভর করতে হচ্ছে টিডিপি, জেডিইউ-এর ওপর। সুযোগ বুঝে দর বাড়াচ্ছেন চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমারও (Nitish Kumar)। ABP Ananda Live