LokSabha Election 2024: 'এগুলো সব শেখানো', নন্দীগ্রামে 'গো-ব্যাক' স্লোগান শুনে বললেন পার্থ ভৌমিক।
Nandigram News: নন্দীগ্রামে (Nandigram News) খুন বিজেপি (BJP News) কর্মীর মা। সোনাচূড়াতে তুলকালাম, জ্বলল একের পর এক দোকান, বিজেপির (BJP) তুমুল বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের। নন্দীগ্রামে গেল তৃণমূলের (TMC News) প্রতিনিধি দল, প্রতিনিধি দলে আছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), পার্থ ভৌমিক (Partha Bhowmik)। 'সোনাচূড়াতে সাংগঠনিক অবস্থা ভালো নয়। পারিবারিক বিবাদের ফলেই খুন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই', বললেন পার্থ ভৌমিক। ভোটের (LokSabha Election 2024) ৩দিন আগে ফের রক্তাক্ত নন্দীগ্রাম। বিজেপি নেতার মাকে কুপিয়ে-পিটিয়ে খুন। এসসি মোর্চার নেতা-সহ ৭জন সঙ্কটজনক। মহিলা বিজেপি কর্মী খুনে অশান্ত নন্দীগ্রাম। সোনাচূড়ায় একের পর এক দোকানে আগুন। গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ। লাঠিচার্জ করে সরাল পুলিশ। ABP Ananda Live
Tags :
Nandigram News Nandigram Incident Suvendu Adhikari BJP News TMC News LokSabha Election 2024 Lok Sabha ELection