Loksabha Election 2024: হুচিমনির ধোঁয়া দেখেই রিল বানালেন রচনা! হাসি মুখে কটাক্ষ লকেটের। ABP Ananda Live
West Bengal News: আবার ধোঁয়া দেখলেন রচনা,রিল বানিয়ে বললেন আমাদের হুগলির ধোঁয়া এটা সিগারেট বিড়ির ধোঁয়া নয় এটা মেশিনের ধোঁয়া। আমি যাতায়াতের পথে সব সময় দেখি। লকেট (Locket Chatterjee) বললেন,মানুষ জানে কোনো কিছু হয়নি।সিঙ্গুরের (Singur) কৃষক কাঁদছে বুলডোজার দিয়ে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে।ডানলপকে শেষ করে দিয়েছে।ধুলোয়া মিশিয়ে দিয়েছে সেখানের সব যন্ত্র চুরি করেছে।কিসের ধোঁয়া বলতে পারব না।সিগারেটের নাকি চিমনির ধোঁয়া।আমি জানিনা উনি দেখতে পেয়েছেন।আমি তো কোনো উন্ননয় দেখতে পাচ্ছি না।কোনো বড় শিল্প কি এসেছে।কোনো শিল্প কি হয়েছে? টাটা মোদিজিকে আস্বস্ত করেছেন আপানাদের সরকার আসবে সেদিন আমরা শিল্প করব। প্রসঙ্গত গত ১৬ মার্চ প্রথম দিন সিঙ্গুরে প্রচারে এসে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন চারিদিকে ধোঁয়া ধোঁয়া দেখেছেন।তিনি বোঝাতে চেয়েছিলেন অনেক কলকারাখা হয়েছে তাই এত ধোঁয়া। পরে তার এই বক্তব্য নিয়ে মিম তৈরী হয়।সম্ভবত তার জবাব দিতেই আজ পান্ডুয়া যাবার সময় রাইস মিলের ধোঁয়া দেখে রিলস বানিয়ে ফেলেন। ABP Ananda Live