LokSabha Election 2024: 'অভিষেক ভাল কাজ করেছেন তাই তৃণমূল জিতেছে', প্রশংসায় সৌমিত্র |ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বিষ্ণুপুরে(bishnupur) কোনওক্রমে জিতে দলীয় নেতৃত্বকে নিশানা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর(Soumitra Khan)। 'তৃণমূলের (tmc)সঙ্গে কিছু নেতার সেটিংয়ের কারণেই কিছু জায়গায় হেরেছে বিজেপি'। 'রাজ্য নেতৃত্বের সঙ্গেও তৃণমূলের সেটিং হয়েছিল'। 'অভিষেকের সিস্টেম রাজ্যের অনেক নেতাই বুঝতে পারেননি'। 'অযোগ্যদের নেতৃত্বে বসিয়ে দিলে কাজ হয় না'। 'দিল্লির নেতৃত্ব সহযোগিতা না করলে একটি আসনও জিতত না বিজেপি'। 'অভিষেক ভাল কাজ করেছেন তাই তৃণমূল জিতেছে'। 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দলের অনেক কর্মীর স্ত্রীরাও ভোট দিয়েছেন তৃণমূলে'। আরএসএস ছিল বলে এই আসনগুলো পেয়েছি, মন্তব্য সৌমিত্র খাঁর। দিলীপ ঘোষের আসন বদল নিয়েও প্রশ্ন তুললেন সৌমিত্র। 'অনভিজ্ঞরা সামনের সারিতে থাকলে যা হওয়ার তাই হয়েছে' । সুজাতাও দারুন লড়াই করেছেন, প্রাক্তনের প্রশংসায় সৌমিত্র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola