Dilip Ghosh Exclusive: জেতা গড়ে কেন ভোটে লড়তে দিল না দল, মুখ খুললেন দিলীপ ঘোষ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'সারা ভারতবর্ষ থেকেই বিজেপির (bjp)রেজাল্ট খারাপ হয়েছে, স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদি সামনে ছিলেন তাঁর রেজাল্টও ভাল হয়নি। দল যা বলেছে তাই করেছি। লড়াই করেছি,সফল হতে পারিনি কী আর বলব, বাকি জনতা তাদের রায় দিয়েছে', বললেন দিলীপ ঘোষ(dilip ghosh)।

বালুরঘাটে (Balurghat) চলছে শেষ রাউন্ডের গণনা। ১৭ রাউন্ড শেষে ৯ হাজার ২৬৯ ভোটে এগিয়ে সুকান্ত মজুমদার । এখনও হাল ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস কর্মীরা। গণনা কেন্দ্রে দফায় দফায় উত্তেজনা, বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। উল্লেখ্য, ফের ল্য়ান্ডস্লাইড ভিকট্রি তৃণমূলের। একুশের পর চব্বিশ বিধানসভার পর এবার লোকসভা। বঙ্গে ফের সবুজ ঝড়ে ধরাশায়ী হল গেরুয়া। মমতা-অভিষেক ম্য়াজিকে একের পর এক তৃণমূল প্রার্থীরা জিতলেন শুধু তাই নয়, ঘাসফুল ঝড়ে হারলেন দাপুটে নেতা-নেত্রীরাও। হল না ডাবল হ্য়াটট্রিক। থমকে গেল বহরমপুরের 'রবিনহুডে'র বিজয়রথ।রাজনীতিতে নবাগত তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হারলেন অধীর চোধুরী। ১৯৯৯ সাল থেকে বহরমপুরের সাংসদ ছিলেন। বাম আমল হোক বা তৃণমূলের জমানা, বহরমপুরে এতদিন অপরাজেয় থেকেছেন তিনি। এই প্রথম অধীরকে ফেরাল তাঁর গড়। কাজে দিল না 'বহিরাগত' তত্ত্বে প্রচার। প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের কাছে হারলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের বিদায়ী সাংসদ। এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। কেন্দ্র বদলে খালি হাতে ফিরলেন দিলীপ। বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভায় অমিত শাহের ডেপুটি ছিলেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram